নিউজ ডেস্ক : সুইডেনের প্রধানমন্ত্রী কেজেল স্টেফান লফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। প্রধানমন্ত্রীর কাছে ২০১৭-১৮ সালের মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইডেনের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, রোববার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনে আলাপকালে সুইডেনের প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন।
প্রেস সচিব বলেন, ১০ মিনিটের ফোনালাপে উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সুইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।
শেখ হাসিনাও সুইডেনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যোগদানের জন্য কেজেল স্টেফান লফভেনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম