নিউজ ডেস্ক : আলোচিত চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের প্রতি অগাধ আস্থা তার শ্বশুর ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের। তিনি বললেন, ‘স্যারেরা কথা বলতে না করেছেন। কিছু বলা ঠিক হবে না।’
মোশাররফ হোসেন বললেন, ভালো কাজের কারণে পেশাগত দিক থেকে বাবুলকে অনেকে ঈর্ষা করেন। বাবুল সেই ঈর্ষার শিকার।
রোববার খিলগাঁওয়ের ভুঁইয়াপাড়ার নিজ বাসায় বসে এসব কথা বলেন। এখানেই বাবুল তাঁর দুই সন্তানকে নিয়ে অবস্থান করছেন।
গত শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে নিয়ে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বাবুলকে। বাড়ি ফিরে আসার পর থেকে তিনি কারও দেখা দিচ্ছেন না, কথাও বলছেন না। বাড়িতে দিন-রাত পুলিশ পাহারা দিচ্ছে। তথ্য সূত্র: প্রথম আলো
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম