নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দেশের ১২৮টি বাড়ি অবৈধভাবে দখল করে রেয়েছে বলে সংসদকে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। এর মধ্যে এফ শ্রেণির একটি, সুপিরিয়র শ্রেণির দুটি, ই শ্রেণির ১২টি, সংরক্ষিত ৫৩টি, ডি শ্রেণির ৫৬টি এবং অস্থায়ী চারটি বাড়ি রয়েছে।
সোমবার সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীরা আদালতে মামলা করে এসব বাড়িতে বসবাস করছেন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দুজন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ১০ হাজার ৩৪৭টি। এর মধ্যে ঢাকায় আছে ৬ হাজার ৪০৬টি। যার মধ্যে বিক্রির তালিকায় আছে ৪ হাজার ৭৮২, অবৈধ বসবাসকারীদের দখলে আছে ৬৬টি এবং ৯৯৯টি বাড়ি নিয়ে মামলা চলছে। এর বাইরে নারায়ণগঞ্জে ৬২টি, গাজীপুরে ৩টি, নরসিংদী ২টি, রাজবাড়ী ৩৬টি, রাজশাহী ২২৮টি, নাটোর ৭টি, চাঁপাইনবাবগঞ্জ ১৬টি, নওগাঁ ৩০টি, পাবনা ১২৩টি, সিরাজগঞ্জ ১৩টি, বগুড়া ২৮০টি, জয়পুরহাট ১টি, খুলনায় ১ হাজার ৪২১টি, বাগেরহাট ১টি, যশোর ৯২টি, কুষ্টিয়া ৫০৭টি, চুয়াডাঙ্গা ২৭টি, চট্টগ্রাম ৩৫৩টি, কুমিল্লা ৩টি, কক্সবাজার ১টি, সিলেট ৪টি, রংপুর ৪২টি, দিনাজপুর ৩৭৮টি, নীলফামারী ২২৩টি, কুড়িগ্রাম ১৭টি, ঠাকুরগাঁও ৯টি, লালমনিরহাট ১০৮টি, ও গাইবান্ধায় ২১টি পরিত্যক্ত বাড়ি রয়েছে।
মন্ত্রী আরো জানান, এসব বাড়ি কেবলমাত্র মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। অন্যদের বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে এ প্রশ্নোত্তর হয়।
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম