ঢাকা : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে নিশ্চিত আরো দু’একজন ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান কামাল বলেন, মাহমুদা হত্যায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে বাবুলকে ডিবি কার্যালয়ে নেয়ার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্দেহভাজন আসামিদের সঙ্গে কথা বলিয়ে দিতে তাকে (বাবুল) ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতটুকুই জানি, আরো কিছু জানলে পরে জানাবো।
মন্ত্রী বলেন, দেশে ৫০ হাজারের বেশি মাদক-সংক্রান্ত মামলা ঝুলে আছে। মামলা সুরাহার জন্য পৃথক আদালত করা হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে এসময় বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম