ঢাকা : ২০৪১ নম্বরে ফোন করলেই মিলবে গুরুত্বপূর্ণ সেবা। যে কেউ পুলিশ, ডাক্তার, আইনজীবী, ফায়ার সার্ভিস-এর মতো গুরুত্বপূর্ণ সেবা পাবেন এ নম্বরে ফোন করে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতীয় হেল্পডেস্ক চালু করতে মতবিনিময় ও সমন্বয় সভার কার্য পরিকল্পনা ঠিক করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই শিক্ষিত নই। একজনের পক্ষে একাধিক নম্বর মনে রাখা কষ্টকর। তাই ১৬ কোটি মানুষের কথা চিন্তা করে একটি নম্বরে ফোন করে যাতে সহজে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে সে পরিকল্পনা নিয়েছি।
তিনি বলেন, আমরা ২০৪১ সালে উন্নত দেশ হতে চাই। উন্নত দেশের উন্নত সেবার দিকে দৃষ্টি রেখে আমরা ২০৪১ নম্বরটি প্রস্তাব করেছি।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম