ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা নেই। হত্যায় জড়িত থাকা নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি তাকে। নজরদারির মধ্যেও নেই এসপি বাবুল আক্তার।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের চিহ্নিত করতেই এসপি বাবুল আক্তারকে নেয়া হয়েছিল।
মন্ত্রী বলেন, যারা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে, বাবুলকে তাদের মুখোমুখি করা হয়েছিল। তাদের তিনি চেনেন কি-না বা হত্যার রহস্য কী তা উদ্ঘাটনেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
তিনি বলেন, কারা তাকে হত্যা করেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তা স্পষ্ট হয়েছে। যারা হত্যা করেছে, তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাকিদের ধরার প্রক্রিয়া চলছে। মিতু হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ মামলার বিস্তারিত জানা যাবে।
উল্লখ্য, গত ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।
এসময় তিনি ছেলেকে স্কুলবাসে উঠিয়ে দিতে গিয়েছিলেন। যাওয়ার সময়ই এ ঘটনা ঘটে।
সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১টার দিকে শ্বশুরের বনশ্রীর বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যান মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ও খিলগাঁও থানার ওসি মঈনুল হোসেন।
রাতে নিয়ে যাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে এসপি বাবুলকে বাসায় পৌঁছে দেয় পুলিশ।
২৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম