মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৩:৫৬:৩৬

বাসা-বাড়িতেও সিসি ক্যামেরা লাগান : ডিএমপি কমিশনার

বাসা-বাড়িতেও সিসি ক্যামেরা লাগান : ডিএমপি কমিশনার

ঢাকা : অপরাধ রুখতে সব প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

২৮ জুন মঙ্গলবার মহাখালী বাসটার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এ অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, ঢাকায় অপরাধ করে কেউ পার পাবে না।  সারাশহর সিসি টিভির আওতায় নিয়ে আসার কাজ চলছে।  বিশ্বের উন্নত দেশগুলোর মতো কম্পিউটারের বাটন টিপেই সব তথ্য জানা যাবে।

ডিএমপি কমিশনার বলেন, ভাড়াটিয়াদের যে তথ্য দেয়া হয়েছে, সেখান থেকে আমরা অনেক অপরাধীদের শনাক্ত করতে পেরেছি।

কিছুদিন আগে মোহাম্মদপুরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, সেই হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না।  ০সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি।

জঙ্গিবাদ প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, এদেশে কোনো জঙ্গিবাদ চলবে না।  দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
২৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে