মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৫:০৪:০০

বাজারে ইলিশ সস্তা : মৎস্যমন্ত্রী

বাজারে ইলিশ সস্তা : মৎস্যমন্ত্রী

ঢাকা : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, চলতি মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়েছে এবং বাজারে অপেক্ষাকৃত সস্তায় ইলিশ পাওয়া যাচ্ছে।  

তিনি বলেন, বাজারে ইলিশের সরবরাহ ও প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে।  বাজারে ইলিশের সরবরাহ পর্যাপ্ত নয় এটা সত্য নয়।

সংসদে সংসদের বাজেট অধিবেশনে মঙ্গলবার বজলুল হারুনের (ঝালকাঠি-১) প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মৎস মন্ত্রী সংসদে জানান, যেখানে সারাবিশ্বে  ইলিশের উৎপাদন ক্রমহ্রাসমান, সেখানে বাংলাদেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

ইলিশের উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে সরকার চাঁদপুরে আরো একটি ইলিশ গবেষণা উইং স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ইলিশের উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিগত বছরে আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ৩দিন, পূর্নিমাসহ পূর্নিমার পরের ১১দিনসহ সর্বমোট ১৫দিন পর্যন্ত জেলেদের মাছ ধরা হতে নিষিদ্ধ থাকার নির্দেশনা ছিল।  

সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শ মোতাবেক মা ইলিশ সংরক্ষণ সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২২ দিন করা হয়েছে বলে জানান তিনি।
 
২৮জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে