জাতীয় ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (বুধবার) সকাল ৯টার দিকে এ তথ্য জানান মহানগর ফায়ার সার্ভিসের ডিডি মোজাম্মেল হক।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ভবনে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো কোনো ব্যবস্থা ছিল না।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় দফায় দফায় ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সর্বশেষ বুধবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। বিভিন্ন স্থানে ধোঁয়া আছে। আগুন লাগা ভবন থেকে ১২০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর