নিউজ ডেস্ক : বাংলাদেশের মধ্যে সব’চে দুর্নীতিগ্রস্থ খাত পাসপোর্ট অফিস, ও দ্বিতীয় হচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এমনটাই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তাদের দাবী, পাসপোর্ট খাতে ৭৭ শতাংশ দুর্নীতি ও ৭৬ দশমিক ১ শতাংশ ঘুষ শিকার। আর আইনশৃঙ্খলা রক্ষাকারি সংস্থায় ৭৪ দশমিক ৬ শতাংশ দুর্নীতি হয়। বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে এসব চিত্র তুলে টিআইবি। দেশের ১৬টি সেবাখাতের ওপর খানা জরিপ এ ২০১৫ সালের চিত্র তুলে ধরেন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ওই দু’টি খাতের পর আছে শিক্ষা, বিআরটিএ, ভুমি প্রশাসন, বিচারিক সেবা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ ১৬টি সেবা প্রতিষ্ঠান। এগুলোতে মোট ৬৭ দশমিক ৮ শতাংশ দুর্নীতির শিকার হয় বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, পাসপোর্ট খাতে ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ। আইনশৃংখলা রক্ষাকারী সংস্থায় ঘুষের হার ৬৫ দশমিক ৯ শতাংশ। এরপর ঘুষের দিক থেকে আছে শিক্ষা ও বিআরটিএ। এভাবে মোট ১৬ টি খাতের ঘুষের হার ৫৮ দশমিক ১ শতাংশ।
২৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন