নিউজ ডেস্ক : কর্মসংস্থানের অভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে দাবী করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রীকে রাস্তায় মেরে ফেলা হল; এ ছাড়া শিশু হত্যা, নারী হত্যা, গুম প্রতিনিয়ত ঘটছে। কর্মসংস্থানের অভাবেই এসব ঘটছে।
আজ বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ওই কথাগুলো বলেন।
দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নেই, সামাজিক অস্থিরতা আছে। পুলিশ দিয়ে সেই অস্থিরতা বন্ধ করা যাবে না। ঐক্যবদ্ধভাবে ওসব বন্ধের উদ্যোগ নিতে হবে বলে তিনি তার বক্তব্যে মত প্রকাশ করেন।
তিনি বলেন, সে জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে ‘আলোচনা’ করে ‘উপায়’ খোঁজার তাগিদ দেন জাতীয় পার্টির অন্যতম শীর্ষ এ নেতা। তিনি বলেন, ‘বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, ‘অর্থমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন, আমরা দেখছি। স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে, তা বাস্তব হবে না। ঘাটতি শুধু বাজেটেই নয়, আর্থসামাজিক খাতে, মূল্যবোধের খাতে, রাজনৈতিক খাতে ঘাটতি রয়েছে। চারিদিকে শুধু ঘাটতি আর ঘাটতি।
২৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন