নিউজ ডেস্ক : এক দম্পতিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। খাগরাছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় আবু তালেব নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব খেদাছড়ার নিজেদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মরা পাইফ্যা এলাকার একটি লেকের পাড় থেকে স্বামী-স্ত্রীর লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. এনামুল ও তার স্ত্রী পারভীন আকতার।
এনামুলের ছোট ভাই শামীম জানান, তার ভাই-ভাবি মঙ্গলবার বিকেলে ইজারা নেয়া লেক দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর তারা বাসায় ফেরেননি। তাদের খোঁজে বুধবার সকালে লেকের পাড়ে এসে ভাই-ভাবির ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, জমি বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন