ঢাকা : ভুয়া সিম নিবন্ধনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে ২২ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো বার্তায় এ তথ্য জানা গেছে।
পরে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে বার্তায় বলা হয়েছে।
গত মাসে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মোবাইলের সিম পুনর্নিবন্ধন শেষে বিভিন্ন সূত্র থেকে পুলিশ এসব ভুয়া নিবন্ধনকারীদের সন্ধান পায়। সেই সূত্র ধরেই পুলিশ তাদের আটক করে।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম