ঢাকা : রাজধানীর লালবাগে মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আব্দুর রহমান (২০) নামে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।
বুধবার দুপুরের দিকে শুরু হয় এ সংঘর্ষ। বিকেল ৫টার দিকে স্বাভাবিক হয়ে আসে।
পুলিশের লালবাগ জোনের ডিসি মারুফ হোসেন সর্দার গণমাধ্যমকে জানান, লালবাগের শাহী মসজিদ এলাকায় মাদক ব্যবসায়ী, এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর জানতে পারি। পরে ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলে জানান তিনি।
ঢামেক সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহমানকে বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আব্দুর রহমান জানান, বেলা ৩টার দিকে লালবাগের শাহী মসজিদ এলাকায় ভাড়া নামিয়ে ফেরার সময় তার বাম পায়ে গুলি লাগে।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম