নিউজ ডেস্ক : নিখোঁজ রাজধানীর বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের ছোট্ট মেয়ে হৃদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলে, আন্টি, আমার বাবাকে এনে দেন। বাবাকে ছাড়া আমার ভালো লাগে না। আমার বাবার ছবি নিয়ে হাঁটতে ভালো লাগে না। আমি বাবার হাত ধরে হাঁটতে চাই।
হৃদি বলে, আমার বাবা হারিয়ে গেছেন। বাবা কবে আসবে? আমি বাবাকে খুঁজে নিয়ে আসব বিদেশ থেকে। আমার বাবাকে ফিরিয়ে দেন। বাবা ছাড়া ঈদ করতে ভালো লাগে না। হৃদির এমন আর্তিতে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া জড়িয়ে ধরে বলেন, বাবা এ প্রশ্নের উত্তর নেই।
বুধবার গুলশান-২ এ লংবিচ হোটেলে
বিএনপির গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবার ও স্বজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তার মায়ের সাথে উপস্থিত হয়ে এমন আর্তি করে হৃদি। এসময়ে ইফতার মাহফিলে গুম হওয়া ৪৫টি পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
এসময় কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। অনেকে কান্নায় ভেঙে পড়েন।
গুম হওয়া এক নেতার ছোট ছেলে আহাদ বলেন, আমি চাই, আমার বাবা আমার হাত ধরে স্কুলে নিয়ে যাবে।
খালেদা জিয়া বলেন, দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে আমরা অবশ্যই গুম হওয়া ব্যক্তিদের খোঁজ করার চেষ্টা করব। র্যাব এবং পুলিশের যারা এ অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের কোনোদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই। স্বজনকে ফিরে পেতে না পারি, কিন্তু বিচারটা পেলেও কিছুটা শান্তি হবে। এ আশাই করি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা গুম হয়েছে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন তাদের সহায় হোন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য , ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম