নিউজ ডেস্ক : ‘আমি বাবার কাছে যাব। বাবাকে খুঁজে নিয়ে আসব। আমার বাবাকে ফিরিয়ে দেন। বাবা ছাড়া ঈদ করতে ভালো লাগে না।’ দীর্ঘদিন ধরে নিখোঁজ রাজধানীর বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের ছোট্ট মেয়ে হৃদির এ আকুতি ছিল বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কাছে।
ছোট্ট শিশুর এই মর্মস্পর্শী আবেদনের কী জবাব দেবেন খালেদা জিয়া? শিশুটিকে জড়িয়ে ধরে তিনি শুধু বললেন, তোমার এই কথার জবাব আমার জানা নেই।
বুধবার গুলশানে একটি হোটেলে বিএনপির গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবার ও স্বজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তার মায়ের সাথে উপস্থিত হয়ে হৃদি এসব আর্তি করেন। ইফতার মাহফিলে গুম হওয়া ৪৫টি পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
হৃদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখ হাসিনা আন্টি, আমার বাবাকে এনে দেন। বাবাকে ছাড়া আমার ভাল লাগে না। আমার বাবার ছবি নিয়ে হাটতে ভাল লাগে না। আমি বাবার হাত ধরে হাটতে চাই।’
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ এসব ব্যক্তিদের স্বজনদের সাথে কথা বলেন খালেদা জিয়া। এ সময় তিনিও আবেগ-আপ্লুত হয়ে পড়েন। স্বজনদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।
খালেদা জিয়া বলেন, ‘আপনারা (গুম হওয়াদের স্বজনরা) আশা করছেন, তারা একদিন ফিরে আসবে; আমরাও সেই আশায় আছি। তারা ফিরে এসে যেমন তাদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, ছেলে-মেয়েদের আবার আদর করবে, ঠিক তেমনিভাবে আমাদের দলে ফিরে নেতাকর্মীদের সঙ্গে মিলে আমাদের আপন হয়ে থাকবে।’
এ কথা বলার সময় ভারি হয়ে আসে সাবেক প্রধানমন্ত্রীর কণ্ঠ। অঝরে কাঁদতে থাকেন তিনি। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিরাও কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তখন খালেদা জিয়া বলেন, ‘সন্তান হারানোর ব্যথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমার সন্তান (আরাফাত রহমান কোকো) হারিয়েছি।’
ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম