নিউজ ডেস্ক : রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়াছিন কাজী, মো. সোলেমান, মো. জাকির হোসেন, মো. কাইয়ুম মিয়া।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানায়। এ সময় তাদের কাছ থেকে ৫১ লাখ ১০,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে-তারা পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তারা নিজেরা জাল টাকা প্রস্তুত করে এবং অন্যান্য জাল টাকা প্রস্তুতকারীদের কাছ থেকে পাইকারীভাবে জাল টাকা সংগ্রহ করে।
পুলিশ আরো দাবি করে, পরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। তারা ঈদকে সামনে রেখে ঢাকা শহরসহ আশ-পাশ এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহ করার পরিকল্পনার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে বাড্ডা থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম