নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা নিয়ে ‘বড় বিপদের’ মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমি বড় বিপদে আছি। আমি বিরক্তও হচ্ছি। প্রতিনিয়ত মানুষ ফেসবুক ও টুইটারে জানতে চাইছে। একটু আগেও জবাব দিয়েছি। হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তা নিয়ে আমি বারবার বিপদে পড়ছি, মালিবাগ-মৌচাকের রাস্তা নিয়ে বিব্রত হচ্ছি, ফ্লাইওভারের সাইট নিয়ে বিব্রত হচ্ছি।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরের যেসব রাস্তায় মানুষ চলাচলে অসুবিধা অনুভব করছে, সেখান থেকে তারা আমাকে ফোন করছে। ফেসবুকে পোস্ট করছে, টুইটারে পোস্ট করছে। মগবাজার-মৌচাকে জরাজীর্ণ সড়কের পাশাপাশি হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে চলাচলে রাজধানীবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি ভাই বড় বিপদে আছি।
সিটি করপোরেশনের মধ্যে সড়কগুলোর দায় নিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সাংবাদিকদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, সিটির রাস্তা সিটি করপোরেশনের, এখানে আই হ্যাভ নো রেসপন্সিবিলিটি। সেখানে কাজ করার জন্য কি হয়েছে না হয়েছে এ নিয়ে আমি কোন মন্তব্য করব না। এটার জবাব দেবে সিটি করপোরেশন।’
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম