নিউজ ডেস্ক : স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার মামলায় স্বামী এসপি বাবুল আকতারকে জিজ্ঞাসাবাদের ঘটনা এবং তদন্ত নিয়ে তার পরিবার প্রশ্ন তুলেছে। তার শ্বশুর মোশাররফ হোসেন বলেছেন, তদন্ত অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে এখন তারা মনে করছেন।
মোশাররফ হোসেন আরো বলেছেন, ‘আমার মেয়ে হত্যার বিচার আমি চাই। আমার মেয়ে কোনো চাকরি বা ব্যবসা করতো না। কিন্তু পুলিশের তদন্তকারীরা হত্যাকাণ্ডের তদন্তের মুল জায়গা থেকে সরে যাচ্ছে বা এড়িয়ে যাচ্ছে। তদন্ত ডাইভার্ট করা হচ্ছে বা অন্যদিকে নেয়া হচ্ছে। কেন এটা করা হচ্ছে, সেটাই আমাদের প্রশ্ন।’
মিতু হত্যাকাণ্ডের পর থেকে বাবুল আকতার দুই শিশু সন্তানকে নিয়ে ঢাকায় তার শ্বশুর বাড়িতে থাকছেন। তার শ্বশুর মোশাররফ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক।
গত শুক্রবার বাবুল আকতারকে গোয়েন্দা পুলিশের দপ্তরে নিয়ে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর নানান প্রশ্ন উঠলেও পুলিশের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয়া হয়নি।
তবে সংবাদ মাধ্যমে বাবুল আকতারের পুলিশে থাকা না থাকার বিষয়েও নানান ধরনের খবর প্রকাশ হচ্ছে।
তার শ্বশুর মোশাররফ হোসেন বলেছেন, জিজ্ঞাসাবাদের বিষয়ে বাবুল আকতার তার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি পত্রিকায় দেখেছেন যে, জিজ্ঞাসাবাদের সময় বাবুল আকতারের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে। এসব খবর সম্পর্কে তার কোনো ধারণা নেই।
কিন্তু বাবুল আকতার স্ত্রী হত্যায় জড়িত থাকতে পারেন, এটা তারা বিশ্বাস করেন না বলে মোশাররফ হোসেন উল্লেখ করেছেন।
তিনি আরো বলেছেন, তিনি হত্যাকাণ্ডের মূল বিষয়ে সঠিক তদন্ত চান। -বিবিসি বাংলা
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম