বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৬:১৯:৩৮

দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার হলেন ভারপ্রাপ্ত এমডি

 দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার হলেন ভারপ্রাপ্ত এমডি

ঢাকা : দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।  

বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে আজ সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়।  

ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল হামিদকে অপসারণের নির্দেশ দেয়া হয়।

এরপর দুপুরের দিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয় মিজানুর রহমানকে।  

জানা গেছে, আজ বিকেলে মিজানুর রহমানকে গ্রেফতার করেন দুদকের উপকমিশনার বেনজির আহমেদ।
৩০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে