ঢাকা : ঢাকা-চট্টগ্রাম রোড়ে যাত্রীদের জন্য দারুণ সুখবর, ২ জুলাই থেকে সাড়ে ৪ ঘণ্টায় ঢাকা থেকে যাওয়া যাবে চট্টগ্রামে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আগামী ২ জুলাই প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরই সাড়ে ৪ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করা যাবে।
মন্ত্রী বলেন, ঈদকে ঘিরে যানজট নিরসনের জন্য এক হাজার রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক মাঠে নামানো হবে।
রাজধানীর সড়ক নিয়ে তিনি বলেন, রাজধানীর অভ্যন্তরে সব রাস্তার দায়ভার সিটি কর্পোরেশনের। কোনো রাস্তা ভাঙা থাকলে তা মেরামতের দায়িত্বও সিটি কর্পোরেশনের।
৩০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম