ঢাকা : শনিবার দিনগত রাতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হবে পবিত্র শবে কদর। মুসলমানদের কাছে এ রাতটি হাজার রাতের চেয়েও পুণ্যময় রাত।
পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শনিবার দুপুর ২টায় (বাদ জোহর) ‘পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ করবেন ঢাকার মদীনাতুল উলুম কালিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন তারাবিহ'র নামাজের পর রাত ১০টা ৪৫ মিনিটে ‘পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মুসলমানরা এ রাতে পরম করুণাময় আল্লাহ তা'য়ালার কাছে নিজের পাপমুক্তি ও যারা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাজাতের জন্য প্রার্থনায় মশগুল থাকবেন।
৩০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম