নিউজ ডেস্ক : এবার সারা দেশে ভিজিএফ চাল পেতে হলে ১২টি শর্তের মধ্যে অন্তত চারটি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় চাল বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। চাল বিতরণে মন্ত্রণালয় শর্ত অনেক স্থানেই মানা হচ্ছে না। গরিবদের কম দেওয়াসহ নানা অনিয়ম করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এমন অভিযোগ আসার পর ১২টি শর্ত জড়ে দেয়া হয়েছে।
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে গরিব, দুস্থ ও বন্যাদুর্গতদের মধ্যে বিতরণের জন্য প্রায় দুই লাখ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এরই মধ্যে এসব চাল জেলা, উপজেলা বা পৌরসভাগুলোতে পৌঁছে গেছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল মাত্র ৯৭ হাজার টন চাল। ব্যক্তি পর্যায়েও বরাদ্দ বেড়েছে গরিবদের জন্য। আগে যেখানে অতিদরিদ্ররা জনপ্রতি ১০ কেজি করে চাল পেত; এবার পাবে ২০ কেজি করে।
তবে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শাজাহান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সরকারের দেওয়া ১২ শর্তের মধ্যে কমপক্ষে চারটি শর্ত পূরণ করে এমন ব্যক্তি বা পরিবার দুস্থ বা অতিদরিদ্র বলে গণ্য হবে।
শর্তগুলো হলো—জমি না থাকা বা শুধু ভিটেবাড়ি থাকা পরিবার হতে হবে; যে পরিবার দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল; যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষার ওপর নির্ভরশীল; যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক পুরুষ সদস্য নেই; যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়; যে পরিবারে উপার্জনশীল কোনো সম্পদ নেই; যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা মহিলা; যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা; যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী; যে পরিবার কোনো ক্ষুদ্রঋণ পায়নি; যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার পায় না।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ বলেন, শর্তারোপ নতুন কিছু নয়। এসব শর্ত মেনে আগেও ভিজিএফের চাল-গম বিতরণ করা হতো। এখন এগুলো আমরা সংশ্লিষ্টদের মেনে চলার জন্য চিঠিতে উল্লেখ করে দিয়েছি, যাতে গরিবের খাদ্য অন্য কেউ কোনো অজুহাতে ছিনিয়ে নিতে না পারে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা আছে, যাতে গরিবদের কোনো বরাদ্দ অন্য কেউ ভোগ করতে না পারে। সে জন্য আমরা দুর্যোগ মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। এটি তারই একটি অংশ।
০১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম