নিউজ ডেস্ক : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস আজ। দেশের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। অবিশ্বাস্য হলেও স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে এ নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান।
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারো অজানা থাকার কথা নয়। ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত না কি ‘মুদ্রণ প্রমাদ’ তা খতিয়ে দেখতে কমিটি করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য অনুষ্ঠান উদ্বোধন শেষে টিএসসিতে এক আলোচনা সভায় স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকার লেখায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় এর কড়া প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সুভাষ সিংহ রায়। পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
প্রতিষ্ঠাবার্য়িকীর ৩৪ পৃষ্ঠার স্মরণিকার ১৯ নম্বর পৃষ্টায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমান হলের পরিচয়ে বলা হয়- জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। এটি লেখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
শুধু তাই নয়, এর ১৩ নম্বর পৃষ্ঠায় জগন্নাথ হলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরতে গিয়ে বলা হয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তথা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায় এবং উপজাতি ছাত্রদের থাকার জন্য এই হলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
০১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম