ঢাকা : বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, ক্বিরায়াত ও রচনা প্রতিযোগিতায় আজানে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সাইফুল ইসলাম।
শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় জামে মসজিদে মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় অন্য বিজয়ীরা হলেন আযানে দ্বিতীয় এসআই রফিকুল ইসলাম, তৃতীয় কনস্টেবল আরিফুর রহমান।
ক্বিরায়াতে প্রথম আরিফুর রহমান, দ্বিতীয় নায়েক মো. মির্জা আকবরী, তৃতীয় কনস্টেবল মুজিবুর রহমান।
রচনা প্রতিযোগিতায় প্রথম কনস্টেবল হাবিবুর রহমান, দ্বিতীয় আজিজুল হক ও তৃতীয় নায়েক ওমর ফারুক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজানে প্রথম পুরস্কার বিজয়ী সাইফুল ইসলাম উপস্থিত সবাইকে আজান শুনান।
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম