ঢাকা : এবার ক্ষুব্ধ হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্ষুব্ধ হয়ে নিজের মাথাটা নিজেই ফাটতে চান।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আজকে কারো বিরুদ্ধে বলতে চাইনি কিন্তু আজ না বললে যে আমার নিজেকেই আমি ক্ষমা করতে পারবোনা ।
সাড়ে চার বছরের দায়িত্ব পালনে ঢাবির কর্তা ব্যক্তিদের অফিসিয়াল এলাকায় সব মিলিয়ে দশদিন গেছি, সবাই অবাক হবেন অবাক হবার কিছু নেই কর্তা ব্যক্তিদের সাথে আমার সম্পর্ক ভালো ছিলো না। কারণ এই জামাতি রেজিস্ট্রার রেজাউর রহমান কে মেনে নিতে পারতাম না।
সন্ত্রাসবাদী সংগঠনকে প্রতিহত করায় ঢাবির এক কর্তা আমাকে বলেছিলেন who are you .........,?
শুধু আমাদের সাথে থাকা শরীফ প্রতিবাদ করেছিল।
আজকে যেটা হয়েছে সেটা মানা যায় না সেটা মেনে নিলে নিজের জন্মকে অস্বীকার করা হবে। নিজের মাথাটা নিজেই ফাটতে মন চাইতাছে।
রেজাউর রহমানের মধ্যে কি মধুটা আছে ঢাবির পোপ মহোদয় দয়া করে বলবেন কি?
ম্যাগাজিনের ছবিটা দিয়ে কেউ প্রতিবাদ করবেন না তাতে আরও প্রচার পাবে।
লজ্জা থাকলে অখতারুজ্জামান স্যার ছাড়া অবিলম্বে পদত্যাগ করো এবং আদালতে গিয়ে আত্মসমর্পণ করুন।
সোজা কথা
আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগ চাই।
পদত্যাগ করেন করেন করেন করেন করেন করেন করেন
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম