শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৬:০৯:৩৪

ভালো কথার স্টক ফুরিয়ে গেছে : ওবায়দুল কাদের

ভালো কথার স্টক ফুরিয়ে গেছে : ওবায়দুল কাদের

ঢাকা : ভাষণ দিতে দিতে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভালো কথার মজুদও শেষ হয়ে গেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়তনে ‘সড়ক স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের কথা কম বলে বেশি করে কাজ করার উপদেশ দেন তিনি।
 
তিনি বলেন, ভাষণ দিতে দিতে এ দেশে অনেক ক্ষতি হয়েছে।  ভালো কথার স্টক ফুরিয়ে গেছে।  মানুষ যত কথা বলছে, তত ভালো কাজের দৃষ্টান্ত কম।
 
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে রাজধানীর ১৬টি পয়েন্টে ১ হাজার রোভার স্কাউটকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।

এ ব্যাপারে তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে ঈদের দিন সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন তিন শিফটে ভাগ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবেন রোভার স্কাউটরা।
 ১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে