শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ০৬:৩৩:১৩

বায়তুল মোকাররমে জুমাতুল বিদায় মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস

বায়তুল মোকাররমে জুমাতুল বিদায় মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস

ঢাকা : ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা।  রোজার ২৫তম দিনে পালিত হলো এবারের জুমাতুল বিদা। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।

চোখের পানিতে আমিন, আমিন ধ্বনির মধ্যদিয়ে দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা।  

জুমার নামাজে অংশ নিতে মানুষের ঢল নেমেছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে।  বায়তুল মোকাররমে অর্ধ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।  প্রায় ১০ মিনিট দীর্ঘ মোনাজাতে বায়তুল মোকাররম মসজিদ এবং আশপাশের এলাকায় নেমে আসে পিনপতন নীরবতা।  খানিক পর পর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনি।

পেশ ইমাম মিযানুল ইসলাম মোনাজাত করেন।  মুসল্লিরা দু’হাত তুলে দোয়ায় অংশ নেন।  মোনাজাত চলাকালে অশ্রুসিক্ত নয়নে সর্বশক্তিমান আল্লাহর নিকট নিজেকে শপে দিয়ে পানা চান মুসল্লিরা। অনুতপ্ত মানুষের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

মোনাজাতে ইমাম মিযানুল ইসলাম প্রার্থনা করেন, ‘হে আল্লাহ, হে আল্লাহ আমরা জানি না, আজকে জুমাতুল বিদা, জুমাতুল বিদা আমাদের জীবনে কারো যদি শেষ জুমা হয়, আমাদের জুমার নামাজকে কবুল করে নাও এ কথা বলার পর কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।  যারা হাত তুলেছে তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও।  প্রত্যেকের মোনাজাত তুমি কবুল করে নাও।

‘আল্লাহ, হে আল্লাহ, আমাদের বাবা-মা আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে তুমি হেফাজত করো।  হে আল্লাহ, প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। হে আল্লাহ, বাংলাদেশের ওপর তুমি খাস রহমত নাজিল কর।  হে আল্লাহ, আমাদেরে মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত কর।  আল্লাহ তোমার পক্ষ থেকে সব ধরনের বরকতের ফয়সালা করে দাও।  আল্লাহ আমাদের সবার ঈমানী জিন্দিগী নসিব করে দাও।

‘হে আল্লাহ, আমাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনরা কবরে শায়িত আছেন, তাদের জীবনের গুনাখাতা মাফ করে দাও, কেয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও।  কেয়ামত পর্যন্ত সকল মুসলমানের কবরের আজাব তুমি মাফ করে দাও।  তাদের কবর তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও।

দোয়ায় গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কল্যাণ ও সুখ কামনা করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ অর্ধ লাখ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।  তবে নামাজের আগ মুহূর্তে বৃষ্টির কারণে বহু মুসল্লিকে ফিরে যেতে হয়।

এদিকে আজান দেয়ার আগ থেকেই বায়তুল মোকাররমে বিভিন্ন বয়সের মুসল্লিরা স্রোতের মতো আসতে থাকে।  আযানের অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করে।  

দুপুর সোয়া ১২টায় জুমার নামাজের আযান দেয়া হয়।  দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবনের নিচ তলা থেকে সাত তলা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এরপর দক্ষিণ প্লাজা, পূর্ব প্লাজা এবং উত্তর গেটের সমানের রাস্তা, জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনের রাস্তা, দক্ষিণের গেটে এবং উত্তর গেট এবং পল্টন রাস্তায়ও মুসল্লিরা বসে পড়েন। আর গ্রাউন্ড ফ্লোরে নারী মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন। এসময় রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।

জুমার নামাজে ইমামতি করেন জাতীয় বায়তুল মোকাররমের পেশ ইমাম মিযানুল ইসলাম।  আরবি খুতবার আগে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বয়ান করেন পেশ ইমাম।

জুমাতুল বিদার মধ্যদিয়ে মূলত মাহে রমজানকে বিদায় জানানো হয়।  তাৎপর্যপূর্ণ এ দিনটি আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।  প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন।
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে