ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে জুতা নিক্ষেপ করেছে ঢাবি ছাত্রলীগ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
দেখা গেছে, ভিসির পদত্যাগের দাবিতে বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে ছাত্রলীগ যখন বিক্ষোভ করছিল তখন দুই শিক্ষক ছাত্রলীগের সঙ্গে সমঝোতা করতে আসলে তাদের জুতা নিক্ষেপ করা হয়।
দুই শিক্ষক হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক জিয়া রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এস এম মফিজুর রহমান।
পরে উল্লেখিত দুই শিক্ষককে লাঞ্ছিত করে ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে দুই শিক্ষককে সরিয়ে দিতে দেখা গেছে।
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম