ঢাকা : ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর রোডের যাত্রীদের ঈদ উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আগামীকাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর চার লেন মহাসড়ক।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মহাসড়ক দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত সড়ক স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্যে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে গত মঙ্গলবার ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোপুরি চালু হলে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানো যাবে। এতে সড়কে দুর্ঘটনাও কম হবে।
এরই মধ্যে মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাস সড়কসহ আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে।
চার লেন মহাসড়কের মাঝখান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী বিশেষ কিছু গাছ লাগানো হবে।
আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি শুরু করা হবে।
বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথে যোগাযোগ যুগোপযোগী, দ্রুত, যানজটমুক্ত ও উন্নততর করার লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয়া হয়।
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম