শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ১০:৪৮:০৫

গুলশানে ব্যাপক গোলাগুলি, দুই পুলিশ সদস্যসহ আহত ৩

 গুলশানে ব্যাপক গোলাগুলি, দুই পুলিশ সদস্যসহ আহত ৩

ঢাকা : রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।  

পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে।  এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।  

গুলশান থানার কনস্টেবল আলামিন গণমাধ্যমকে জানান, গোলাগুলির ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।  তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান-২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।

রাত পৌনে ১০টার দিকে গুলশান থানার ডিউটি অফিসার সাইদুর রহমান জানান, রাত ৯টার পরপর একদল সন্ত্রাসী গুলশান-২ নম্বরের ৭৯ নম্বরে সড়কের একটি রেস্টুরেন্টে হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।  পরে পুলিশও সন্ত্রাসীদের দিকে গুলি চালায়।  

উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।  তাছাড়া গুলশান এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।  অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।
 
গুলশান জোনের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ বলেন, শুনেছি গুলশানের ৭৯ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে সন্ত্রাসীরা।
১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে