নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় অস্ত্রধারীদের সাথে গোলাগুলিতে ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম আহত হয়েছেন এমন খবর পেয়ে তার আত্মীয়স্বজন সাভার থেকে রওনা দেন। তাদের মধ্যে ছিলেন রবিউল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী ও সাত বছরের ছেলেও। তার কিছুক্ষণ পরই জানতে পারেন মারা গেছেন এসি রবিউল ইসলাম।
রবিউলের মামা মামা মোহাম্মদ জালালউদ্দিনের সঙ্গে রবিউলের স্ত্রী, সন্তান ও অন্যান্য সদস্যরাও হাসপাতালে এসেছেন। জালালউদ্দিন জানান, রবিউলের সাত বছরের একটি ছেলে আছে। রবিউলের স্ত্রী সন্তানসম্ভবা। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিবাড়ি।
এদিকে প্রথমে পুলিশ জিম্মিদের উদ্ধারে কয়েকবার অভিযান পরিচালনার চেষ্টা করলে অপরদিক থেকে বিস্ফোরণ ও গুলি চালাতে থাকে। এতে তাদের পিছু হটতে হয়। উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে এসেছে নৌবাহিনীর ৩০ সদস্যের একটি কমান্ডো টিম। ঘটনাস্থলে আছে বিমানবাহিনীও।
এখন আক্রমণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যৌথ অভিযানের প্রস্তুতিও নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইতিমধ্যেই অস্ত্রধারীদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৩০ মিনিটের দিকে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
এদিকে, জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাইছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টেতে সন্ত্রাসীরা বিদেশিসহ কমপক্ষে ২০জন নাগরিককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টের ভেতর থেকেই ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে পুলিশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে। গুলশান ২ এর ৭৯ নম্বর রোডে ৫নং বাড়ির দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টের অবস্থান।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে।
২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস