শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০৫:৪২:৩৩

যেভাবে উদ্ধার করা হলো দুজনকে

যেভাবে উদ্ধার করা হলো দুজনকে

ঢাকা: গুলশানে বন্দুকধারীদের আক্রমণের শিকার হোটেল থেকে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত আড়াইটার পর তাদের হোটেল কম্পাউণ্ড থেকে বের করে আনা হয়।
এর মধ্যে একজন আর্জেন্টিনার নাগরিক আর অন্যজন বাংলাদেশী।


উদ্ধার করা দুজনের মধ্যে বাংলাদেশী ব্যক্তি কিছুটা আড়াল হয়ে গেইটের কাছাকাছি আসা মাত্রই পুলিশের সোয়াত দলের সদস্যরা তাকে ছোঁ মেরে নিয়ে আসে। অন্যদিকে আর্জেন্টাইন নাগরিক ভবনের আড়ালে দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখে ইশারায় আরো এগিয়ে আসতে বলে পুলিশ সদস্যরা। কিছুটা কাছাকাছি আসা মাত্র তাকেও কম্পাউণ্ডের ভেতর থেকে তুলে নিয়ে আসে পুলিশ।-বিবিসি

২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে