নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে সহায়তার দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি।
বর্বরোচিত এ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি বলেন: আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে এক যোগে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি।
জন কার্বি আরো বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ দমনে সহায়তার প্রস্তাব দিয়েছি।
এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৩০ মিনিটের দিকে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
এদিকে, জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাইছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টেতে সন্ত্রাসীরা বিদেশিসহ কমপক্ষে ২০জন নাগরিককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টের ভেতর থেকেই ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে পুলিশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে। গুলশান ২ এর ৭৯ নম্বর রোডে ৫নং বাড়ির দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টের অবস্থান।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে।
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ