নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জিম্মিদের ১১ ঘণ্টা জিম্মি সঙ্কটের পর সামরিক বাহিনীর কমান্ডো দল উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া যাচ্ছে ব্যাপক গোলাগুলির শব্দ। সকাল পোনে আটটার পরপরই স্পট থেকে ভেসে আসতে থাকে টানা গুলির শব্দ। গুলির পাশাপাশি, গ্রেনেডের শব্দও ভেসে আসতে থাকে।
এই অভিযানের শুরুতেই সেনা সদস্যরা নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর বড় পাঁচটি ট্রাক, ছোট জিপ ১০টি, নয়টি ট্যাংকের বহর আসে। তাদের সঙ্গে অভিযানে অংশ রয়েছে নৌবাহিনীর কমান্ডো, বিজিবি, পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনী। সকাল ৭.৪৫ মিনিটের দিকে স্পট থেকে ভেসে আসতে থাকে টানা গুলির শব্দ। গুলির পাশাপাশি, গ্রেনেডের শব্দও ভেসে আসতে থাকে।
এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৩০ মিনিটের দিকে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টেতে সন্ত্রাসীরা বিদেশিসহ কমপক্ষে ২০জন নাগরিককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টের ভেতর থেকেই ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে পুলিশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে। গুলশান ২ এর ৭৯ নম্বর রোডে ৫নং বাড়ির দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টের অবস্থান।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে।
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এসবি/এসএস