নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানর আর্টিজান রেস্তোরাঁ ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কমোন্ডো বাহিনী। জঙ্গিদের হাতে জিম্মিদশা থেকে ১২ জন উদ্ধার করা হয়েছে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে ৫ জঙ্গিকে। আরও এক জঙ্গি ভেতরে আছে বলে জানা গেছে।
এদিকে এই হামলার ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইতালির দুজন নাগরিক ও জাপানি একজন নাগরিকের গাড়িচালক নিহত হওয়ার খবর জানিয়েছে অসমর্থিত একটি সূত্র। বাংলাদেশের ইতিহাসেন কোনো রেস্টুরেন্টে ঢুকে লোকজনকে জিম্মি করার মতো এমন ভয়াবহ ঘটনা এর আগে কখনো ঘটেনি।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।
ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।
২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন