নিউজ ডেস্ক : গুলশানে জঙ্গি হামলার পর থেকে ৬ ইতালীয় নাগরিকের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা সকলেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তারা হলেন বিন চ্যান জো, নাদিয়া বেন ডেপ্তি, আদি, মারাকা, মারিয়া ও সিমনি।
নিখোঁজ হওয়া ওই ছয়জনই স্টুডিও টেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপক ফারুক আলম খতিব আজ শনিবার সকাল সোয়া ১০টায় তাদের নিখোঁজ হওয়ার খবরটি জানান।
ফারুক আলম বলেন, তাদের প্রতিষ্ঠানে কর্মরত ওই ছয় ইতালীয় নাগরিক গতকাল শুক্রবার রাতে ওই রেস্তোরাঁয় খেতে আসেন। তারা যে দুটি গাড়িতে করে রেস্তোরাঁয় আসেন সেই দুই গাড়ির চালক শরিক ও ভিনছং ফারুক আলমকে জানিয়েছেন, সেখানে গোলাগুলি শুরু হলে তাঁরা (চালকেরা) সেখান থেকে পালিয়ে আসেন। চালকেরা ইতালীয় নাগরিকদের ব্যাপারে আর কিছু জানাতে পারেনি। এরপর থেকেই ছয় ইতালীয় নাগরিকদের সঙ্গে তারা আর যোগাযোগ স্থাপন করতে পারেননি।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।
ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।
২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন