জাতীয় ডেস্ক: ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় জিম্মি পরিস্থিতি সৃষ্টির ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটেছে। সর্বশেষ ১২ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরই একজন হাসানাত করিম।
হাসানাত করিম জিম্মিদশা থেকে মুক্তি হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হোন। সে সময় তিনি জানান, বন্দুকধারীরা বাংলাদেশিদের সঙ্গে বাজে ব্যবহার করেনি। বরং তারা সকল বাংলাদেশিকে রাতের খাবার সরবরাহ করে।’
এমনকি তিনি আরো জানান,‘বন্দুকধারীরা জিম্মিদের ধর্ম সম্পর্কে নিশ্চিত হতে চাইছিল। যারা কোরআনের আয়াত পড়তে পেরেছে, তাদের ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের ওপর অত্যাচার চালানো হয়।’
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর