নিউজ ডেস্ক : ‘আলীনূরকে ছাড়া ফিরবো না। রাত ১১টার দিকে শেষ মোবাইলফোনে কথা হয়। আলী নূর বলেছিল- আটকা আছি, গোলাগুলি চলছে, কথা বলা সম্ভব না, রাইখা দিলাম। এরপর আর কোনও যোগাযোগ হয়নি।’
এভাবেই বর্ণনা দিচ্ছিলেন গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি হওয়া আলী নূরের চাচাতো ভাই কুটু শেখ। কয়েকদিন পরেই ঈদে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তাদের।
কুটু শেখ জানান, আলী নূর স্থানীয় লেকভিউ ক্লিনিকে কাজ করতেন। তিনি ক্লিনিকের ভেতরে বেকারি ও ডাক্তারদের খাবার সরবরাহ করতেন।
কুটু বলেন, ‘ঈদে দুই ভাই একসঙ্গে দেশের বাড়ি ফরিদপুর, তামবুলখান থানার স্বদেশপুর গ্রামে যাওয়ার কথা ছিল। ঘটনার দিন রাত ৯টায় ছুটি হলেও তিনি বের হতে পারেননি। ঘটনার মাত্র দুদিন পরেই অর্থাৎ রবিবার তার বেতন হওয়ার কথা ছিল। বেতন হলেই আমরা বাড়ি ফিরতাম।’
এদিকে চিন্তিত আলীনূরের বৃদ্ধ বাবা। বার বার ফোন দেওয়ার পরেও ফোন ধরছে না আলীনূর। তাই কুটুকে ফোন দিয়ে ছেলের শেষ খবর জানতে চাইছেন।
একই অবস্থা লাভলী আক্তারের। তার বাবা জসিম প্রায় দুই বছর ধরে ওই বেকারির দাড়োয়ান হিসেবে কাজ করেছেন। লাভলী জানালেন, ‘শেষ কথা হয়েছে রাত ৪টা পর্যন্ত। বাবা বলেন, এখানে পাঁচজন বন্দুকধারী। আমাদের আটকে রেখেছে। জানি না আমাদের ভাগ্যে কী আছে।’
তারিশার খোঁজে এসেছেন রামেদুল হাসান খান। তিনি বলেন, আমরা সবাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী। গ্রীষ্মকালীন ছুটিতে দেশে এসেছি। ঘটনার দিন ইফতারের পর তারা এখানে এসেছিল। রাত তিনটা থেকে এখানে দাঁড়ানো। তবে কেউ কোনও তথ্য দিতে পারেনি। এসময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার কী করার আছে! তারিশা ভারতীয় বংশদ্ভুত। আমার বন্ধুর মেয়ে। আমি কিছু ভাবতে পারছি না। আমি ওর পরিবারকে এখনও কিছু জানাতে পারিনি।
এদিকে উদ্ধার কাজে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তারা জানান, জীবিত ও আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে উদ্ধারকৃতদের নামের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। এছাড়া ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক ও স্বজনদের প্রবেশাধিকার সংরক্ষিত করেছে।
নিজের স্বামীকে খুঁজতে আসা লাকী আক্তার জানালেন, ‘আমার স্বামী ওই বেকারিতে তিন বছর ধরে কাজ করেন। কর্মস্থলে থাকাকালীন সময়ে ফোন ধরা যায় না। তাই রাতে স্বামীর খোঁজ নেইনি। পরে রাত ১০টায় টিভিতে খবর দেখে ফোন দেই। তবে এখনও কেউ ফোন ধরছে না।’
জিম্মি হওয়া দুই কিশোরীকে খুঁজতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক দুই অভিভাবক জানান, গতকাল আমাদের এখানে পারিবারিক একটি অনুষ্ঠান ছিল। তারা দুই বোন ছিল। তারা দ্রুত চলে আসে। ওই সময়েই হামলা হওয়ায় তারা আটকা পড়ে। এখনও তাদের কোনও সন্ধান পাইনি।
আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম শাহরিয়ার খান এর ছেলে তাহমির নিখোঁজ রয়েছেন। শাহরিয়ার খান জানান, তাহমির কিছুদিন আগে কানাডা থেকে দেশে ফিরেছে। কাল রাতে সে ওই রেস্টুরেন্টে গিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
অ্যালিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ জানান, তার মেয়ে অবিন্তা কবীর গত রাতে ওই রেস্টুরেন্টে দুই বান্ধবিসহ গিয়েছিল। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। সে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলস থেকে দেশে ঈদ করতে আসে। তার সঙ্গে একজন গানম্যানও ছিল। এ ঘটনায় গানম্যান জিয়াউর রহমান আহত হয়েছেন। তবে অবিন্তার সঙ্গে থাকা তার আরও এক বন্ধু ভেতরে আটকা পড়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এটি স্থানীয়ভাবে হলি বেকারি হিসেবে পরিচিত। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের এই রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনসহ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এরপর শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে কমান্ডো অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। জীবিত উদ্ধার করা হয় ১২ জনকে। এছাড়া পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে বলে জানিয়েছে অভিযানে অংশ নেওয়া সেনা সূত্র।
জানা যায়, রেস্টুরেন্টের ভেতরে প্রায় ১৫ জন বিদেশি নাগরিকসহ অন্তত ২০ জনকে জিম্মি করা হয়।
এই হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টিলিজেন্স। ওয়েবসাইটটি থেকে জানানো হয়, ‘আইএস দাবি করেছে, গুলশানে ২০ জনের বেশি বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।’ -বাংলা ট্রিবিউন
০২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম