শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০২:০৫:৪২

গুলশানের ক্যাফে থেকে ২০টি মরদেহ উদ্ধার: আইএসপিআর

গুলশানের ক্যাফে থেকে ২০টি মরদেহ উদ্ধার: আইএসপিআর

নিউজ ডেস্ক : কমান্ডো অভিযানের পর গুলশানের ক্যাফে থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। ঢাকায় সেনা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ২০ জনকে গতকাল শুক্রবার রাতেই হত্যা করা হয়। এ ছাড়া গতকাল রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। যৌথ কমান্ডো অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে এবং সন্দেহভাজন একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে তিন বিদেশিসহ ১৩ জনকে মুক্ত করা হয়।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, অভিযান শেষে ওই ক্যাফের ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে। এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত করা হয়নি। তবে এর প্রায় সবাই বিদেশি বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
০২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে