নিউজ ডেস্ক : সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী প্রেস ব্রিফিয়েং জানিয়েছেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে 'অপারেশন থান্ডার বোল্ট' পরিচালনা করে। এসময় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।
নিহতের মৃতদেহ শনাক্ত ও বুঝে নিতে ০১৭৬৯০১২৫২৪ নম্বরে যোগাযোগ করতে বলেছেন নাঈম আশফাক চৌধুরী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী সকাল ৭টা ৪০ মিনিটে অপরাশেন থান্ডার বোল্ট পরিচালনা করে। ১২-১৩ মিনিটের মধ্যে যৌথবাহিনী দুষ্কৃতকারীদের নির্মূল করতে সক্ষম হয়। সাড়ে ১১টায় পুরো অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অভিযান চলাকলীন সন্ত্রাসীদের ৭ জনের মধ্যে ৬ জন নিহত হয় এবং ১ জনকে জীবিত অবস্থায় আটক করা হয়। এছাড়া অভিযানের পর ১ জন জাপানি নাগরিক, ২ জন শ্রীলঙ্কানসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে চূড়ান্ত অভিযানে অংশগ্রহণকারী কোনও কমান্ডো আহত হননি।
০২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম