শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০৩:৩৫:৩৯

সালাউদ্দিনের দাফন বনানীতে, রবিউলের মানিকগঞ্জে

সালাউদ্দিনের দাফন বনানীতে, রবিউলের মানিকগঞ্জে

নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত পুলিশের ওসি সালাউদ্দিনের লাশ দাফন করা হবে বনানী কবরস্থানে। অপর দিকে একই ঘটনায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের লাশ দাফন করা হবে গ্রামের বাড়ি মানিকগঞ্জে কাটিবাড়ি ।  শনিবার নিহত দুই কর্মকর্তার স্বজনরা এ তথ্য জানিয়েছেন।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার বড়ভাই রাজ উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘সে দেশের জন্য জীবন দিয়েছে। আমরা দেশবাসীর কাছে তার ছেলে-মেয়েদের জন্য দোয়া চাই।’

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৫টায় রাজারবাগ পুলিশ লাইন শিরু মিয়া অডিটরিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জ নিয়ে যাওয়া হবে। গোপালগঞ্জে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ আবার ঢাকায় আনা হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।' তার স্ত্রী ও সন্তানের ইচ্ছাতেই তাকে বনানীতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
 
গোলাপগঞ্জ জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পান্না বলেন, ‘রাতে অভিযানের সময় ওসি সালাউদ্দিনের গলায় ও বুকের এক পাশে গুলি লেগেছে। পরে তাকে রাতেই ইউনাইটেড হাসপাতাল নেয়া হয় সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল বেলা তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

এসি রবিউল ইসলামের লাশ দাফন করা হবে গ্রামের বাড়ি মানিকগঞ্জে কাটিবাড়ি । নিহতের ছোট ভাই শামসুজ্জান খান বলেন, আমার ভাই দেশের জন্য জীবন দিয়ে গেছে। তার জন্য আমি দেশেবাসীর কাছে দোয়া চাচ্ছি। তার একটি ছেলে আছে। তার স্ত্রী সন্তান সম্ভবা। সবাই তার জন্য দোয়া করবেন।  

তিনি আরো বলেন, মানিকগঞ্জের কাটিবাড়িতে তরাবীর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। তার সেখানেই লাশ দাফন করা হবে। এ রিপোর্টটি লেখা পর্যন্ত (আড়াইটা) তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে।
০২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে