ঢাকা : গুলশানের সেই মৃত্যুপুরী থেকে নতুন জীবন ফিরে পেল ১৩ জন। নিহত ২০ বিদেশির মত তারাও জঙ্গিদের শিকার হতে পারতেন।
গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছয় হামলাকারীকে হত্যা করা হয়েছে।
জঙ্গি দমন করতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি।
সন্ত্রাসীদের দমন করার জন্যে রাত চারটায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করা হয়।
অপারেশন সফলও হয়েছে। কমান্ডো অপারেশনে বেঁচেছে ১৩ জন। তবে সন্ত্রাসীদের ছয়জন মারা গেছে। একজন ধরা পড়েছে।
২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম