নিউজ ডেস্ক : গতকাল রাতে গুলশানের ঘটনায় গণজাগরণ মঞ্চের এক অংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার মতামত তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন। এমটিনিউজের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
‘গতকালের হামলা ছিল মুলত সুইসাইডাল এটাক। নিশ্চিত মৃত্যু জেনেই জঙ্গীরা অপারেশনে অংশগ্রহণ করেছিল। তারা যাদেরকে হত্যা করতে চেয়েছে হামলার পরপরই তাদের হত্যা করেছিল এবং হত্যাকাণ্ডের ছবি গতকালই অনলাইনে প্রকাশ করেছে; যাদের বেশিরভাগই বিদেশী। তারা লাশের সংখ্যাটা যে ২০, সেটাও গতকালই প্রকাশ করেছে। আর যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের ১০ জন বাংলাদেশী, ৩ জন বিদেশী এবং যাদেরকে তারা হত্যা করেনি।
আমি জানিনা এই ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর সফলতা-ব্যর্থতা কতটুকু। তবে গোয়েন্দা ব্যর্থতা যে ছিল তা অস্বীকারের উপায় নেই।
গতকাল ঘটনার পরপরই পুলিশ যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অনন্য। দুজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের প্রাণের বিনিময়ে সম্ভবত খুনীদের একাধিক হামলার সম্ভাবনা নস্যাৎ হয়েছে।
আত্মতুষ্টিতে না ভুগে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে গভীরভাবে ভাবাটা খুব অত্যাবশ্যকীয় হয়ে গেছে। অতীতের কোন ভুলগুলো আমাদের আজ এই পর্যায়ে নিয়ে এলো এটা নিয়েও গভীরভাবে ভাবা দরকার।
জঙ্গীবাদ দমনের আগে জঙ্গীবাদের প্রশ্রয়দাতাদের চিহ্নিত করাটাও জরুরী। সরকারের ভেতরে, বাইরে কাদের বক্তব্যে জঙ্গীদের প্রতি প্রচ্ছন্ন সমর্থন ছিল, সেটা এখনই খুঁজে বের করতে ব্যর্থ হলে এই ভয়াবহ খাদ থেকে দেশ ও জাতীকে রক্ষা করা অসম্ভব হয়ে যাবে।
তাই এখনই সময় সবকিছু ভুলে, সকল মত-পার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় সংকট মোকাবেলা করা। আসুন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ি।’
২ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ