শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০৭:৩১:৩৭

যে কারণে জঙ্গিদের হাত থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় চিকিৎসক

যে কারণে জঙ্গিদের হাত থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় চিকিৎসক

ঢাকা: ঝরঝরে বাংলা বলতে পারার জন্য যে একদিন তাঁর প্রাণ বেঁচে যাবে, তা বোধহয় কোনওদিন ভাবতেও পারেননি সত্যপাল। কিন্তু বাংলা বুলিই এই ভারতীয় চিকিৎসকের রক্ষাকবচ হয়ে দেখা দিল।

শুক্রবার রাতে ঢাকার গুলশনে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় সেখানেই ছিলেন সত্যপাল। জঙ্গিরা হামলা চালাতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু বেরোতে গিয়ে বন্দুকবাজদের সামনে পড়ে যান। তবে সত্যপালের মুখে বাংলা কথা শুনে জঙ্গিরা তাঁকে বাংলাদেশী মনে করে ছেড়ে দেয়।

পরে অবশ্য বাংলাদেশের সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গি হামলায় যে ২০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের সবাই বিদেশি নন। নিহতদের মধ্যে অন্তত ৪ জন বাংলাদেশের নাগরিক। তাঁরা সত্যপালের মতো ভাগ্যবান নন। জঙ্গিরা বাংলাদেশী বলে তাঁদের রেহাই দেয়নি।-এবিপি আনন্দ
২ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে