শনিবার, ০২ জুলাই, ২০১৬, ১০:০৭:১৫

প্রেসক্লাবের সামনে ফিল্মি স্টাইলে ২০ লাখ টাকা ছিনতাই

প্রেসক্লাবের সামনে ফিল্মি স্টাইলে ২০ লাখ টাকা ছিনতাই

ঢাকা : ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফিল্মি স্টাইলে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আল হেজাব টেক্সটাইল নামে এক পোশাক কারখানার সুপাইভাইজার আব্দুস সোবহানকে (৪৫) গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।  

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটির কয়েকজন মালিক ও কর্মকর্তাকে বহনকারী একটি প্রাইভেট কার যানজটে আটকা পড়ে।  এ সময় ৪ মোটরসাইকেলে চড়ে ৮ আরোহী পাস কাটিয়ে প্রাইভেট কারটির কাছে পৌঁছে।

ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে গাড়ির দরজা খুলে বাধ্য করে।  তারপরই গাড়িতে থাকা টাকার ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেয় দুর্বৃত্তরা।

গাড়িতে থাকা আব্দুস সোবহান, টেক্সটাইলটির মালিক ওয়াদুদ রাজিব ও শাকিল মিয়া ব্যাগটি ধরে রাখার চেষ্টা করে।  একপর্যায়ে আব্দুস সোবহানের ডান উরুতে দু’রাউন্ড গুলি করে ছিনতাইকারীরা।

এরপর তারা ব্যাগ ছেড়ে দেন।  ব্যাগ নিয়ে দুর্বৃত্তরা পাস কাটিয়ে সরে পড়ে।  আহত সোবহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আল হেজাব টেক্সটাইলের এক স্বত্বাধিকারী শাকিল মিয়া বলেন, চকবাজারে আমাদের বেশ কয়েকজন গ্রাহক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা ২০ লাখ সংগ্রহ করি।  কর্মচারীদের ঈদের বেতন-বোনাস দেয়ার জন্য টাকাগুলো নিয়ে ঢেমরায় কারখানার দিকে যাচ্ছিলাম।

তিনি বলেন, প্রেসক্লাবের সামনে ৮ মোটরসাইকেল আরোহী ডিবি পুলিশ পরিচয় দিয়ে যানজটে দাঁড়িয়ে পড়া গাড়ির পথরোধ করে।  এরপর টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে আমরা ধরে ফেলি।  সোবহানের পায়ে গুলি করার পর আত্মরক্ষার জন্য টাকার ব্যাগ ছেড়ে দিই।  
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে