ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বরাত দিয়ে এক টুইটারে তাদের ছবি প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।
এর আগে হলি আর্টিজান রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করে আইএস।
তাদের মুখপাত্র হিসেবে পরিচিত আমাক এজেন্সি টুইটারে (#Amaq Agency) কিছু ছবি প্রকাশ করেছে। তবে ছবিগুলো যে তাদেরই তা নিশ্চিত হওয়ার মতো কোনো সূত্র পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার রাতে হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক-এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স।
২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয় তাতে। শনিবার সকালে যৌথবাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় মোট নিহদের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।
এদিকে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সেনা কমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিহত ৬ জঙ্গির সবাই বাংলাদেশি। এর মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত ছিল। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল বলে জানান তিনি।
আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনে গুলশানের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলামের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সবাইকে বাঁচানোর আশা নিয়েই অভিযান চালানো হয়েছিল, কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে কখনই অভিযান পরিচালনা করা যায় না। এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সও তা পারে না। আমরা যে ব্যবস্থা নিয়েছি এর ফলে হামলাকারীদের অনেক পরিকল্পনা সফল হয়নি।
আইজিপি বলেন, জঙ্গিদের রুখে দেয়া হবে। আমরা জিরো টলারেন্স নিয়ে জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করবো। জঙ্গিবাদকে কখনই ছাড় দেয়া হবে না।
গুলশান হামলার দায় স্বীকার করেছে আইএস। দেশে আইএস আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি শহীদুল হক বলেন, যেকোনো বিষয়ে আইএসের দায় স্বীকার করা হচ্ছে। আমরা এর লিংক খোঁজার চেষ্টা করছি। অভিযানে যে ৬ জঙ্গি নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুলিশ খুঁজছিল। তারা গুলশানে এসে নিহত হলো।
‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযানটির স্থায়িত্ব ছিল ১৩ মিনিট। সকাল সাতটা ৪০ মিনিটে শুরু হয়ে ৯টার আগেই তা শেষ হয়।
এতে ৬ জঙ্গি নিহত ও একজন জঙ্গি আটক হয়। জীবিত উদ্ধার হয় এক জাপানি, দুই শ্রীলঙ্কানসহ ১৩ জন। পরে হলি আর্টিজান থেকে ২০ বিদেশির মরদেহ উদ্ধার করা হয়, যাদের রাতেই হত্যা করে জঙ্গিরা।
২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম