নিউজ ডেস্ক : শুক্রবার রাতে হলি আর্টিসেন রেস্টুরেন্টে হামলায় জীবিত উদ্ধার হওয়া জিম্মিদের জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।
জানা যায়, ১৬ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে জীবিত উদ্ধার হওয়া ভুক্তভোগী ১৩ জন, হলি আর্টিসান রেস্টুরেন্টের দুই স্টাফ এবং হামলাকারী সন্দেহে আটক একজন রয়েছেন।
হাসনাত করিমসহ আরো তিন ভুক্তভোগীর পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভেতরে নিয়ে যাওয়ার পর পরিবারের সঙ্গে তাদের যোগাযোগও করানো হয়েছে। জানা যায়, তারা ডিবি অফিসের ভেতরে রয়েছে। এবিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার রাতে হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক-এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স। ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয় তাতে। শনিবার সকালে যৌথবাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় মোট নিহদের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।
এদিকে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সেনা কমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিহত ৬ জঙ্গির সবাই বাংলাদেশি। এর মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত ছিল। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল বলে জানান তিনি।
২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস