জাতীয় ডেস্ক: গুলশানের স্প্যানিশ হোটেল হলি আর্টিজান বেকারিতে কর্মরত ছিলেন মো. লিটন (২৪) নামে এক যুবক। জঙ্গীদের হামলার সময় তিনি ওই হোটেলে ছিলেন। কিন্তু সন্ত্রাসী হামলার পর থেকে তার খোঁজ নেই।
গতকাল (শনিবার) বেলা আড়াইটার দিকে গুলশানে লিটনের সন্ধানে আসেন তার ফুফাতো ভাই জিয়াউর রহমান।
লিটনের সন্ধানে তার মিডিয়ার সঙ্গে কথা বলেন। এ সময় তারা গণমাধ্যমকে বলেন, “আমার মামাতো ভাই লিটন এই হোটেলে প্রায় দেড় বছর ধরে কাজ করছে। সে অনলাইনে অর্ডার নেয়। এবং হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। শুক্রবার টেলিভিশন স্ক্রলে লিটনের হোটেলে জঙ্গি হামলার খবর দেখি। তখন তাকে ফোন করতে থাকি।”
জিয়াউর বলেন, “রাত ১১টা থেকে সাড়ে ১১ পর্যন্ত ফোনে রিং বেজেছে। কিন্তু লিটন ফোন রিসিভ করেনি। এরপর থেকে ফোনে রিং বাজলেও লিটন ফোন রিসিভ করছে না। আমি এখন পর্যন্ত লিটনের কোনো খোঁজ পাইনি। তাই এখানে এসেছি লিটনের কোনো খবর পাওয়া যায় কি না।”
লিটনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকায়। দুই ভাই দুই বোনের মধ্যে লিটন সবার ছোট। তার বাবার নাম তোফায়েল উদ্দিন।
আর্টিজানে হামলার ঘটনা শোনার পরে লিটনের গ্রামের বাড়িতে কান্নার রোল পড়েছে বলেও জানান জিয়াউর রহমান।
=৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর