রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৯:১৮:২৩

বান্দরবানের বম সম্প্রদায়ের জামাই ওসি সালাউদ্দিন

বান্দরবানের বম সম্প্রদায়ের জামাই ওসি সালাউদ্দিন

জাতীয় ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হোন বনানী থানার ওসি সালাউদ্দিন। তিনি বান্দরবানের বম সম্প্রদায়ের জামাই। রুমা উপজেলার লাল নাগ বম পাড়া থেকে বম সম্প্রদায়ের মেয়ে লাল রিম কিমকে বিয়ে করেন সালাউদ্দিন।

১৯৮৯ সালে বান্দরবানের রুমা থানার এস আই হিসেবে যোগ দেন সালাউদ্দিন। সেখানে দায়িত্ব পালনের সময় রুমা সদরের লাল নাগ বম পাড়ার স্কুল শিক্ষক লাল দু সাং বানদির এর মেয়ে লাল রিম কিমের সাথে তার পরিচয় ও পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। লাল রিম কিমকে বিয়ে করে সালাউদ্দিন পরে ঢাকায় বদলি হয়ে চলে যান।

বম সম্প্রদায়ের মেয়ে বিয়ে করার কারণে সালাউদ্দিন বমদের কাছে বম জামাই হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রুমা উপজেলায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান বম সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে সালাউদ্দিন তার পরিবার পরিজন নিয়ে রুমায় প্রতিবছরই বেড়াতে যান।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে